Wellcome to National Portal

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, টেলিটক এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। সেচ পাম্প পিক আওয়ার ব্যাতিত রাত ১১ঃ০০ ঘটিকা হতে সকাল ৭ঃ০০ ঘটিকা পর্যন্ত চালানো। ঘরের লাইট, ফ্যান প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।
Main Comtent Skiped

Service List

এক অবস্থানে সেবা

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর/জোনাল অফিস/সাব-জোনাল অফিসের “এক অবস্থানে সেবা” কেন্দ্রে যে কোন অভিযোগ যেমনঃ নতুন সংযোগ, বিদ্যুৎ বিভ্রাট, বিল সংক্রান্ত, মিটার সংক্রান্ত, পুনঃসংযোগ সংক্রান্ত, বিল পরিশোধের ব্যবস্থা ইত্যাদি জানা যাবে।

 

নতুন সংযোগ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি

 

১.১। আবাসিক/বাণিজ্যিক (এল.টি) অফলাইন সংযাগের ক্ষেত্রে :

ক) আবেদনকারী স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত ১ (এক) কপি ছবিসহ আবেদনপত্র  (মোবাইল নম্বরসহ)। 
খ) জমির দলিল/পর্চা/নামজারীর কাগজ/ভাড়ার চুক্তিপত্র/পাওয়ার অফ এ্যাটর্নি এর সত্যায়িত কপি।
গ) পূর্বে কোন স্থায়ী/অস্থায়ী সংেেযাগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি।

 

১.২। আবাসিক/বাণিজ্যিক (এলটি) অফলাইন সংযাগের ক্ষেত্রে :

ক) আবেদনকারীর ১ (এক) কপি ছবি  (মোবাইল নম্বরসহ)।
খ) জমির দলিল/পর্চা/নামজারীর কাগজ এর সত্যায়িত কপি।
গ) জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি দিতে হবে।

২। আবাসিক/বাণিজ্রিক (এইচটি) অফলাইন সংযোগের ক্ষেত্রে :


ক) আবেদনকারী স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত ১ (এক) কপি ছবিসহ আবেদনপত্র  (মোবাইল নম্বরসহ)।
খ) জমির দলিল/পর্চা/নামজারীর কাগজ/ভাড়ার চুক্তিপত্র/পাওয়ার অফ এ্যাটর্নি এর সত্যায়িত কপি।
গ) পূর্বে কোন স্থায়ী/অস্থায়ী সংেেযাগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি।

 

৩। সকল প্রকার শিল্প (এলটি) অফলাইন সংযোগের ক্ষেত্রে :


ক) আবেদনকারী স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত ১ (এক) কপি ছবিসহ আবেদনপত্র  (মোবাইল নম্বরসহ)।
খ) জমির দলিল/পর্চা/নামজারীর কাগজ/ভাড়ার চুক্তিপত্র/পাওয়ার অফ এ্যাটর্নি এর সত্যায়িত কপি।
গ) পূর্বে কোন স্থায়ী/অস্থায়ী সংেেযাগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি।
ঘ) ট্রেড লাইসেন্স/শিল্পনিবন্ধন সার্টিফিকেট এর সত্যায়িত কপি। 
ঙ) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ও মেমোরেন্ডাম অব আর্টিক্যালস এর কপি।
চ) অনুমোদিত লে-আউট প্ল্যানের কপি।

 

৪। সকল প্রকার শিল্প (এইচটি) অফলাইন সংযোগের ক্ষেত্রে :

ক) আবেদনকারী স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত ১ (এক) কপি ছবিসহ আবেদনপত্র  (মোবাইল নম্বরসহ)। 
খ) জমির দলিল/পর্চা/নামজারীর কাগজ/ভাড়ার চুক্তিপত্র/পাওয়ার অফ এ্যাটর্নি এর সত্যায়িত কপি।
গ) পূর্বে কোন স্থায়ী/অস্থায়ী সংেেযাগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি।
ঘ) ট্রেড লাইসেন্স/শিল্পনিবন্ধন সার্টিফিকেট এর সত্যায়িত কপি। 
ঙ) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ও মেমোরেন্ডাম অব আর্টিক্যালস এর কপি।
চ) প্রস্তাবিত উপকেন্দ্রের লে-আউট ও সিঙ্গেল লাইন ডায়াগ্রাম।
ছ) পরিবেশ অধিদপ্তর/ফায়ার সার্ভিস/সিভিল ডিফেন্স/বনবিভাগের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।