Wellcome to National Portal

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, টেলিটক এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। সেচ পাম্প পিক আওয়ার ব্যাতিত রাত ১১ঃ০০ ঘটিকা হতে সকাল ৭ঃ০০ ঘটিকা পর্যন্ত চালানো। ঘরের লাইট, ফ্যান প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে (অক্টোবর/২০২৪)

ক নজরে কুমিল্লা বিদ্যুৎ সমিতি-১

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রনাধীন কুমিল্লা বিদ্যুৎ সমিতি-১ একটি সরকারী বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা বিদ্যুৎ সমিতি-১ কুমিল্লা জেলার কৃষি, শিল্প ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কুমিল্লা জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুতায়নের ফলে কৃষি প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং ব্যবসা ও বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য এবং টেকসই প্রভাব ফেলছে। নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা আমাদের অঙ্গীকার।  


০১.

সমিতি নিবন্ধিকরণ তারিখ

:

০৪ঠা মে, ১৯৭৯ খ্রিঃ।

০২.

আনুষ্ঠানিক বিদ্যুতায়নের তারিখ

:

১২ জানুয়ারী, ১৯৮১ খ্রিঃ।

০৩.

সমিতির এলাকার সংখ্যা

:

০৭ টি।

০৪.

এলাকা পরিচালকের সংখ্যা

:

১৩ জন ।

ক) নির্বাচিত-০৭ জন  খ) মনোনিত পেশাজীবি-০৩ জন   

(গ) মহিলাদের জন্য সংরক্ষিত মনোনিত-০৩ জন।

০৫.

আয়তন (বর্গ কিঃ মিঃ)

:

১০২১ বর্গ কিঃ মিঃ।

০৬.

অন্তর্ভুক্ত ও শতভাগ বিদ্যুতায়িত উপজেলার সংখ্যা

:

০৪ টি (চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, বরুড়া)।

০৭

অন্তর্ভুক্ত ইউনিয়ন/ পৌরসভার সংখ্যা

:

৬৭/৩ টি।

০৮

অন্তর্ভুক্ত গ্রামের সংখ্যা

:

১১১০ টি।

০৯

জোনাল অফিসের সংখ্যা

:

০৪ টি (কোম্পানীগঞ্জ, বরুড়া, দেবিদ্বার, বাঙ্গরা)।

১০

সাব-জোনাল অফিসের সংখ্যা

:

০৫ টি (নবাবপুর, পয়ালগাছা, মুরাদনগর, রামমোহন, কুটুম্বপুর)।

১১

এরিয়া অফিসের সংখ্যা

:

০১ টি (কাশিমপুর)।

১২

অভিযোগ কেন্দ্রের সংখ্যা

:

১৩টি (রামচন্দ্রপুর, জাফরগঞ্জ, আড্ডা বাজার, পীর কাশিমপুর, ধামতী, সিংআড্ডা,বাখরাবাদ, আমড়াতলী, পাহাড়পুর, বড়শালঘর, ভাউকসার, বুড়িরপাড়, ঊনঝুটি)।

১৩

গ্রাহক সংখ্যা

:

৬,০৬,১৩৩ (আবাসিক ৫,৩৪,৬৩১, বাণিজ্যিক-৪৭,১৮৩, শিল্প-৬,০১৬টি এবং অন্যান্য -১৮,৩০৩টি)

১৪

মোট নির্মিত ও বিদ্যুতায়িত লাইন

:

৭৫৪০.৩৫৪ কিঃ মিঃ।

১৫

বিদ্যুতের গড় চাহিদা (মেঃ ওঃ)


ক) অফ পিক

:

৭৫.০০ মেঃ ওঃ

খ) পিক

:

১৬৫.০০ মেঃ ওঃ

১৬

বিদ্যুৎ ক্রয়ঃ

টাকা

কিঃ ওঃ ঘঃ

ক)  চলতি মাস

:

৪০,১৫,৪৩,২১২.০০

৬,৭৮,৬৯,৫১৮

খ)  চলতি বৎসর

:

১৬২,৪১,৩১,১৫৬.০০

২৭,৪৮,০৯,০০৭

১৭

বিদ্যুৎ বিক্রয়

টাকা

কিঃ ওঃ ঘঃ

ক)  চলতি মাস

:

৪৫,৮৭,৯৩,৫৩৭.০০

৬,০৩,১২,৬৬১

খ)  চলতি বৎসর

:

১৮৫,৫৬,১৯,০২০.০০

২৪,৪৪,৯৫,৫৪৪

১৮

সিস্টেম লসঃ


ক)  চলতি মাস

:

১১.১৩%                                                        

খ)  চলতি বৎসর

:

১১.০৫%

১৯

বিল আদায়ের হার


ক)  চলতি মাস

:

৯৯.৮৩%

খ)  চলতি বৎসর

:

৯৪.৭১ %

২০

বকেয়া মাস

:

০.৭৩ (সিআই ও রিবেট ব্যতীত)

২১

৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সংখ্যা ও ক্ষমতা

:


১৪ টি ২৫০ এমভিএ


{চান্দিনা-১ (৩০ এমভিএ), চান্দিনা-২ (২০ এমভিএ), চান্দিনা-৩ (২০ এমভিএ), চান্দিনা-৪ (১০ এমভিএ),


দেবিদ্বার-১ (২৫ এমভিএ), দেবিদ্বার-২ (১০ এমভিএ), দেবিদ্বার-৩ (১০ এমভিএ),


মুরাদনগর-১ (২৫ এমভিএ), মুরাদনগর-২ (১০ এমভিএ), মুরাদনগর-৩ (২০ এমভিএ), মুরাদনগর-৪ (১০ এমভিএ),


বরুড়া-১ (২০ এমভিএ), বরুড়া-২ (২০ এমভিএ), বরুড়া-৩ (২০ এমভিএ)}


২২

কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা

:

৭০৮ জন (আউটসোর্সিং, ওয়ার্কশপ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী সহ)


ক) কর্মকর্তা

:

২২ জন

খ) কর্মচারী

:

৬৮৬ জন