Wellcome to National Portal

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, টেলিটক এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। সেচ পাম্প পিক আওয়ার ব্যাতিত রাত ১১ঃ০০ ঘটিকা হতে সকাল ৭ঃ০০ ঘটিকা পর্যন্ত চালানো। ঘরের লাইট, ফ্যান প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিকাশের মাধ্যমে বিল পরিশোধের নিয়ম

বিস্তারিত নিয়ম কানুন : //www.bkash.com/bn/paybill/pallibidyut ওয়েব সাইটে দেওয়া আছে।

//youtu.be/pXfDF7HFtsA

 

ডায়াল *২৪৭#
• ‌সি‌লেক্ট: ৫ For PAY BILL
• সি‌লেক্ট: ১ For ELECTRICITY
• সি‌লেক্ট: ১ For PALLI BIDYUT
• সিলেক্ট: ১ বিল যাচাই এর জন্য। আর সি‌লেক্ট: ২ বিল প‌রি‌শো‌ধের জন্য।
• তারপর OK চাপুন।
• বিল ১৩ সংখ্যার এসএমএস হিসাব নং দিন। (যেমন- ১০০৩০১ XXX XXXX)
• তারপর OK চাপুন।
• বি‌লের মা‌সের নাম। যেমন জুন ২০১৮ হ‌লে, ০৬২০১৮ ।
• তারপর OK চাপুন।
• তারপর আপনার বিকাশ পিন দিন।
• তারপর OK চাপুন।

প্রথ‌মে আপনা‌কে একটা ম্যা‌সেজ দি‌বে রি‌সিভ ব‌লে। প‌রে আপনা‌কে আ‌রেক‌টি ম্যা‌সেজ দি‌বে বি‌লের তথ্য/প‌রি‌শো‌ধের তথ্য।
(বিল প‌রি‌শো‌ধের SMS হ‌তে TRX ID ও তা‌রিখ বি‌লের উপ‌রে স্পষ্ট ক‌রে লি‌খে রাখুন। যে কোন সময় প্র‌য়োজন হ‌বে।)

 

 

সার্ভিস চার্জ

বিলার

চার্জ

 

 

PALLI BIDYUT

গ্রাহকের উপর প্রযোজ্য চার্জের স্ল্যাব

বিল/ইনভয়েস এমাউন্ট

(BDT)

বিল কালেকশন ফি

(BDT)

১-৩০০

৩০১-৮০০

৮০১-১,৫০০

১৫
 

১,৫০১ বা তার উপরে

১%

* অ্যাপ দিয়ে বিল পেমেন্টের ক্ষেত্রে পরবর্তী ঘোষণা দেয়া পর্যন্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবেনা। *247# ডায়াল করে পল্লীবিদ্যুৎ বিল পেমেন্টের ক্ষেত্রে উপরোক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

**শুধুমাত্র টেলিটক গ্রাহকেরা *247# ডায়াল করে সার্ভিস চার্জ ছাড়াই পল্লীবিদ্যুৎ এর বিল পেমেন্ট বিকাশ করতে পারবেন। 

 

 চেক বিল

চার্জ

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ফ্রি

লিমিট

ট্রানজেকশনের ধরন

সংখ্যা

প্রতি ট্রানজেকশনে চার্জ

 

প্রতিদিন

প্রতিমাস

সর্বনিম্ন

সর্বোচ্চ

চেক বিল*

৫০

প্রযোজ্য নয়

পে বিল

১ টাকা

প্রযোজ্য নয়

*সর্বোচ্চ পাঁচ (৫) বার সফলভাবে চেক বিল অনুরোধ একাউন্ট-এ ধর্তব্য, যা সকল বিলার-এর ক্ষেত্রেই প্রযোজ্য

  • একজন বিকাশ গ্রাহক এক মাসে সর্বোচ্চ দুইবার পল্লী বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন
  • এসএমএস একাউন্ট নাম্বারধারী প্রত্যেক পল্লী বিদ্যুৎ কাস্টমার বিল কপি কিংবা সংশ্লিষ্ট কাগজপত্রে উল্লিখিত ৬ ডিজিটের কাস্টমার আইডি নাম্বার দিয়ে পে বিল ট্রানজেকশন করতে পারবেন